এদিন সেভিয়ার মাঠে আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদেরই। প্রথমার্ধ দারুণ দুটি সুযোগ পায় স্প্যানিশ ক্লাবটি।
অপরদিকে সফরকারীরা তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি। ফলে ম্যাচে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় হোসে মরিনহোর শিষ্যরাদের।
আগামী ১৩ মার্চ ম্যানইউ’র মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হবে দ্বিতীয় লেগের খেলা।
এদিকে শেষ ষোলো পর্বে দিনের অন্য ম্যাচে ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়া শাখতার দোনেস্ক ২-১ গোলে জয় পেয়েছে। জয়ী ইউক্রেনের ক্লাবটির মাঠে ৪১তম মিনিটে জেংগিজ উন্দারের গোলে এগিয়ে যায় রোমা।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ম্যাচে সমতা আনেন আর্জেন্টাইন স্ট্রাইকার ফাকুন্দো ফেরেইরা। ৭১তম মিনিটে প্রায় ২২ গজ দূর থেকে দারুণ ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড।
আগামী ১৩ মার্চ রোমার মাঠে হবে ফিরতি লেগ।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস