ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমারবিহীন পিএসজির অগ্নিপরীক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
নেইমারবিহীন পিএসজির অগ্নিপরীক্ষা ছবি: সংগৃহীত

ঘরের মাঠে বিগ ম্যাচে নেই নেইমার। অগ্নিপরীক্ষার সামনে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে টিকে থাকার লড়াই ফ্রেঞ্চ জায়ান্টদের। শেষ ষোলোতে ৩-১ গোলে পিছিয়ে থেকে রিয়াল মাদ্রিদকে পাল্টা চ্যালেঞ্জ জানাতে কঠিন পথই পাড়ি দিতে হবে।

প্যারিসের পার্ক ডেস প্রিন্সেস স্টেডিয়ামে মঙ্গলবার (৬ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। বার্নাব্যুতে নকআউট পর্বের প্রথম লেগে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখে টানা দু’বারের চ্যাম্পিয়নরা।

নেইমারের অনুপস্থিতি জিনেদিন জিদানের রিয়াল শিবিরে এনে দিয়েছে স্বস্তি। পায়ের পাতার হাড়ে সার্জারির কারণে অন্তত দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ব্রাজিলিয়ান সেনসেশন।

ছবি: সংগৃহীত২-০ ব্যবধানে জিততে পারলেই অ্যাওয়ে গোলের সুবাদে রিয়াল বাধা জয় করে শেষ আটে উঠে যাবে পিএসজি। আবার স্বাগতিকদের জালে বল পাঠালেই আরও চালকের বসবে গ্যালাকটিকোরা। সব মিলিয়ে জমজমাট এক ম্যাচই উপভোগ করবেন দর্শকরা।

নেইমারের অভাব পূরণের কাজটা করতে হবে এমবাপ্পে-কাভানি-ডি মারিয়াদের। জিতেও বিদায় নিতে পারে পিএসজি। জিততে হবে সমীকরণ পূরণ করেই। অন্যদিকে, হ্যাটট্রিক শিরোপা মিশনে পরের রাউন্ড ভিন্ন কিছুই চিন্তা করছে না লস ব্লাঙ্কসরা।

ছবি: সংগৃহীতপ্যারিসে শেষ হাসি কারা হাসবে সেটিই এখন দেখার বিষয়! গতবার শেষ ষোলোতেই প্রথম লেগে ৪-০ গোলে এগিয়ে থেকেও ন্যু ক্যাম্পে হতাশায় ডুবে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছিল পিএসজি। এবারও নকআউট পর্ব থেকে বিদায়ের শঙ্কা। ২০০৯-১০ মৌসুমের পর রিয়ালকে প্রথমবার শেষ ষোলো থেকে ছিটকে দিতে পারলে এটি হবে নেইমারের জন্য সতীর্থদের বড় এক উপহার।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ৬ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।