ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

দুই সপ্তাহ মাঠের বাইরে আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৮, মার্চ ১৩, ২০১৮
দুই সপ্তাহ মাঠের বাইরে আগুয়েরো ছবি: সংগৃহীত

অনুশীলন করতে গিয়ে হাঁটুর চোট পেয়ে দু’সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন সার্জিও আগুয়েরো। চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির এ স্ট্রাইকারের এটিই প্রথম চোট নয়। এর আগে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।

চোট প্রসঙ্গে আর্জেন্টাইন তারকা বলেন, ‘অনুশীলন চলাকালীন বাঁ হাঁটুতে ব্যথা শুরু হয়। সঙ্গেসঙ্গে টিম ডাক্তারের পরামর্শ নিই।

উনি বলেছেন, সপ্তাহ দুয়েক বিশ্রাম নিতে। তাই এখন ফুটবল থেকে দূরে রয়েছি। ’

আগুয়েরোর এই চোট তাকে গতকাল স্টোক সিটির বিপক্ষে ছিটকে দিয়েছিল। তবে ম্যানসিটির পরের ম্যাচ ৩১ মার্চ, এভারটনের বিপক্ষে।  

কোচ পেপ গার্দিওলা বলেন, ‘লম্বা মৌসুমে চোট-আঘাত সমস্যা যে কোনো দলেরই সঙ্গী হয়। ম্যানসিটিও তার ব্যতিক্রম নয়। তবে আগুয়েরোর চোট অনুশীলনেই ধরা পড়েছে। এই অবস্থায় ম্যাচ খেললে চোট আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ’

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।