ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
রাতে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল ছবি:সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপ শুরু হতে তিন মাস সময়ও বাকি নেই। তবে এরই মধ্যে উত্তেজনা শুরু হয়ে গেছে। ৩২টি দল এখন নিজেদের ঝালিয়ে নিতে নেমে পড়ছে প্রস্তুতিতে। আর ফুটবল প্রেমীদের সামনে অপেক্ষা করছে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

আজ রাতেই (শুক্রবার,২৩ মার্চ) থাকছে তেমনই এক ব্যস্ত সূচি। মাঠে নামবে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, স্পেন, ইতালি, উরুগুয়ে, ইংল্যান্ড, ফ্রান্সের মতো তারকাসমৃদ্ধ দলগুলো।

রাশিয়ার লুঝনিকিতেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ। এর আগে সিএ মাঠেই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২ ও বেট ৩৬৫।

এদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১ ও বেট ৩৬৫।  

বাংলাদেশ সময় অনুযায়ী, কখন কে কার মুখোমুখি হচ্ছে দেখে নেওয়া যাক:

উরুগুয়ে বনাম চেক প্রজাতন্ত্র - বিকেল ৫টা ৩৫ মিনিটে শুরু।

ব্রাজিল বনাম রাশিয়া – রাত ১০টায়।

আর্জেন্টিনা বনাম ইতালি - দিবাগত রাত পৌনে ২টায়।

পর্তুগাল বনাম মিশর – দিবাগত রাত ১টায়।

জার্মানি বনাম স্পেন – দিবাগত রাত পৌনে ২টায়।

ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস - দিবাগত রাত পৌনে ২টায়।

ফ্রান্স বনাম কলম্বিয়া - দিবাগত রাত ২টায়।

পেরু বনাম ক্রোয়েশিয়া – দিবাগত রাত দেড়টায়।

সার্বিয়া বনাম মরক্কো – দিবাগত রাত দেড়টায়।

মেক্সিকো বনাম আইসল্যান্ড - দিবাগত রাত ৩টায়।

অাগামী ১৪ জুন ২১তম ওয়ার্ল্ডকাপের পর্দা উঠবে। বাছাইপর্বের বাধা পেরোতে পারেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও নেদারল্যান্ডস।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।