ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রিমিয়ার লিগে সিটির গোলের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
প্রিমিয়ার লিগে সিটির গোলের সেঞ্চুরি ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করা ম্যানচেস্টার সিটি ‍আরও একটি মাইলফলকের সামনে। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ে এ মৌসুমে গোলের সেঞ্চুরি করলো পেপ গার্দিওলার শিষ্যরা। দলটির বর্তমান গোল সংখ্যা দাঁড়ালো ১০২-এ।

এর ফলে হুমকির মুখে ২০০৯-১০ মৌসুমে রেকর্ড ১০৩ গোল করা চেলসি। সিটি এখনও তিনটি লিগ ম্যাচ খেলার সুযোগ পাবে।

তাই অনায়াসেই বলা যায় রেকর্ডটি নিজেদের দখলে নেবে তারা।

এদিন সিটির জয়ে একটি করে গোল করেন লেরয় সেন, গ্যাব্রিয়েল জেসুস, ফার্নান্দিনহো। অন্য গোলটি আসে প্রতিপক্ষের পাবলো জাবালেটার আত্মঘাতি থেকে। ওয়েস্ট হ্যামের হয়ে একটি গোল পরিশোধ করেন অ্যারন ক্রেসওয়েল।

৩৫ ম্যাচে ৩০ জয়, ৩টি ড্র ও ২টি হারে ৯৩ পয়েন্ট সংগ্রহ করলো সিটিজেনরা। বাকি তিন ম্যাচের ২টিতে জয় ও একটি ড্র করলেই প্রিমিয়ার লিগের প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট অর্জন করে লিগ শেষ করার রেকর্ড গড়তে পারবে তারা।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।