ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লিপ্পি-ক্যাপেলোদের কীর্তির ভাগীদার জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, মে ২, ২০১৮
লিপ্পি-ক্যাপেলোদের কীর্তির ভাগীদার জিদান রিয়াল মাদ্রিদের ফরাসি কোচ জিনেদিন জিদান

ঢাকা: আগে মাত্র দুই কোচ ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে টানা তিন ফাইনালে যাওয়ার কীর্তির ভাগীদার ছিলেন। একজন ফ্যাবিও ক্যাপেলো, আরেকজন মার্সেলো লিপ্পি। এ দুই ইতালিয়ানের কীর্তিতে এবার ভাগ বসালেন রিয়াল মাদ্রিদের ফরাসি কোচ জিনেদিন জিদান।

গেল দুই মৌসুমের ধারাবাহিকতায় এবারও দলকে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিয়ে গেলেন ‘জিজু’। ২০১৬ সালের জানুয়ারিতে সার্জিও রামোস-ক্রিশ্চিয়ানো রোনালদো-করিম বেনজেমাদের গুরু হিসেবে ক্যারিয়ার শুরু করা জিদান গত দুই মৌসুমে লজ ব্লাঙ্কসদের চ্যাম্পিয়নস লিগের শিরোপা উপহার দেওয়ার পর এবারও পৌঁছে গেছেন মুকুট জয়ের ফাইনালে।

আগামী ২৭ মে কিয়েভে লিভারপুল বা রোমার (বুধবার রাতে নির্ধারণ হবে) বিপক্ষে জিতলে হ্যাটট্রিক শিরোপা ঘরে উঠবে রিয়ালের। সেটা হবে স্প্যানিশ জায়ান্টদের দ্বাদশ শিরোপা।

ক্যাপেলোর অধীনে ১৯৯৩, ১৯৯৪ ও ১৯৯৫ সালে চ্যাম্পিয়নস লিগে টানা তিন ফাইনালের টিকিট পেয়েছিল এসি মিলান। এরমধ্যে অবশ্য তারা শিরোপা জেতে কেবল মাঝের আসরটিতে। তার পরের তিন বছর ১৯৯৬, ১৯৯৭ ও ১৯৯৮ সালের আসরে জুভেন্টাসের হয়ে একই কীর্তি গড়েন লিপ্পি। এরমধ্যে প্রথম আসরে শিরোপা উঠেছিল জুভিদের ঘরে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ০২, ২০১৮
এইচএল/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।