ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রেফারিকে গালি দিয়ে নিষেধাজ্ঞার খাঁড়ায় বালোতেল্লি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মে ৮, ২০১৮
রেফারিকে গালি দিয়ে নিষেধাজ্ঞার খাঁড়ায় বালোতেল্লি ছবি: সংগৃহীত

সম্ভবত ফ্রান্সে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বালোতেল্লি! কেননা রেফারিকে অশ্রাব্য গালি দিয়ে আবারও নিষেধাজ্ঞার খাঁড়ায় পড়তে হচ্ছে তাকে। ফলে ক্লাব বদলের অপেক্ষায় থাকা বালোতেল্লির মৌসুমের শেষ দুই ম্যাচে মাঠে থাকা হচ্ছে না।

২০১৬ সালে লিগ ওয়ানে যোগ দিয়ে কয়েক মৌসুম শান্তিতে কাটিয়ে দিয়েছিলেন বিতর্কিত মন্তব্য আর আচরণের কারণে সমালোচিত ইতালিয়ান তারকা মারিও বালোতেল্লি। চলতি মৌসুমে লিগ ওয়ানে গোলও করেছেন ২৩টি।

কিন্তু তার মতো উগ্র আচরণের মানুষ বেশিদিন চুপ থাকার পাত্র নন, এটা প্রমাণ করতেই কিনা আবারও বিতর্কে জড়িয়ে নিষেধাজ্ঞার খাঁড়ায় পড়লেন আগেও বহুবার বিতর্কিত কারণে নিষিদ্ধ হওয়া বালোতেল্লি।

ফরাসি লিগের ক্লাব নিস’র হয়ে মার্শেইয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে মার্শেইয়ের বউনা সারের সাথে সংঘর্ষের পর তাকে হলুদ কার্ড দেখানোয় হতাশাগ্রস্থ বালোতেল্লি খুব বিশ্রী ভাষায় রেফারিকে গালি দিয়ে বসেন। ক্যামেরায় সেই দৃশ্য ধরা না পড়লেও অডিওতে তা রেকর্ড হয়ে যায়।

প্রকাশিত অডিওতে রেফারিকে ‘প্রত্যেক সময়, ... (অশ্রাব্য শব্দ) ফ্রান্সের রেফারি, প্রত্যেক সময়’ বলে গালি দিতে শোনা যায় বালোতেল্লিকে। ম্যাচ শেষে তাকে আলাদা করে ডেকে নিয়ে যায় লিগ ওয়ানের কর্তারা।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৩টি হলুদ কার্ড আর এক লাল কার্ড দেখেছেন বালোতেল্লি। মৌসুমের আরও কয়েক ম্যাচ বাকি আছে। তবে এবার তিনি যা করলেন তাতে তার ফ্রেঞ্চ লিগ অধ্যায় শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। অনেকেই এই ঘটনাকে ২০১৫ সালে পিএসজির হয়ে খেলা সুইডিশ ফুটবল তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের ‘ফ্রান্স একটি ... (অশ্রাব্য শব্দ) দেশ’ বলার সাথে মিল খুঁজে পাচ্ছেন।

ইব্রা যদিও সেই ঘটনার পর ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তারপরও তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হয়েছিলো। ধারণা করা হচ্ছে একই ধরনের শাস্তি অপেক্ষা করছে বালোতেল্লির জন্যও। আর তাহলে মৌসুমের বাকি দুই ম্যাচ খেলা হবে না তার। এদিকে আগামী মৌসুমে সম্ভাব্য ট্র্যান্সফার প্রত্যাশী তারকাদের মধ্যে তার নামও উচ্চারিত হচ্ছে। তার মানে ফ্রান্সের মাটিতে এটিই তার শেষ ম্যাচ হতে যাচ্ছে!

বাংলাদেশ সময়ঃ ১৮১৯ ঘণ্টা, ০৮ মে, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।