গত জানুয়ারিতে যোগ দেয়ার পর বার্সাতে নিজেকে মানিয়ে নিতেই এমন বাজি ধরতেন মিনা। যেখানে দলের শীর্ষ দুই স্ট্রাইকারের সঙ্গে অনুশীলনে ফ্রি-কিক শিখে নিজেকে পরিণত করতে চাইতেন।
মিনা বলেন, ‘যখন আমি এখানে এসেছিলাম, নিজেকে মানিয়ে নিতে মেসি ও সুয়ারেজের সঙ্গে ফ্রি-কিক বাজি ধরতাম। দেখতে চাইতাম কে সেরাটি দিতে পারে। তবে আমি এটা করতাম শুধুমাত্র দেখার জন্য। আমি এও জানতাম তাদের প্রতিদিন ৫০ ইউরো করে দিতে হচ্ছে। ’
‘আসলে সত্যি হচ্ছে, ঐ মনস্টাররা যেখানে ইচ্ছে বল নিতে পারতো। তারা অসাধারণ মানুষ এবং তারা মায়াবী। ’
এদিকে মিনাকে নিয়ে রাশিয়া বিশ্বকাপের পরই ফুটবল পাড়ায় হইচই পড়ে গেছে। দুর্দান্ত আসর কাটানো এই রক্ষণের খেলোয়াড় তিনটি গোল করে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ডিফেন্ডার হিসেবে প্রথম তিন ম্যাচেই গোল করার রেকর্ড গড়েন।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৮
এমএমএস