২০১১ সালে চেলসিতে যোগ দিয়ে অবশ্য থিতু হতে পারেননি কুরতোয়া। তবে ২০১৫ সালে পিওতর চেক আর্সেনালে চলে গেলে তিনিই হন ব্লুজদের এক নম্বর গোলরক্ষক।
স্প্যানিশ জায়ান্ট রিয়ালের পক্ষ থেকে জানা যায়, কুরতোয়াকে দলে নিতে তাদের খরচ হয়েছে ৩৫ মিলিয়ন ইউরো। পরে এক বিবৃতিতে চেলসি জানায়, দু’পক্ষই এই চুক্তিতে সম্মত হয়েছে। যেখানে ২০২৩-২৪ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে রিয়াল।
কুরতোয়া এর আগে চেলসির হয়ে ১৫৪টি ম্যাচ খেলেছেন। যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির হয়ে দুটি লিগ শিরোপা জেতেন।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ০৯ আগস্ট, ২০১৮
এমএমএস