বুধবার দলের সঙ্গে অনুশীলনের সময় হাঁটুতে চোট পান বেলজিয়ান এ তারকা। প্রাথমিকভাবে চোট গুরুতর না মনে হলেও পরবর্তীতে পরীক্ষার পর চিকিৎসক তাকে তিন মাসের বিশ্রাম দিয়েছে।
ক্লাব ও ডি ব্রুইনা দুই পক্ষের জন্যই সুঃসংবাদ হলো লম্বা সময় লাগলেও সেরে ওঠার জন্য লাগলেও কোনো অস্ত্রোপচার প্রয়োজন হচ্ছে না তার। এ প্রসঙ্গে টুইট বার্তায় ম্যানসিটি জানায়, ‘আমরা নিশ্চিত করতে পারি ডান হাঁটুর লিগামেন্টের সমস্যায় ভুগছেন ডি ব্রুইনা। তবে সার্জারির প্রয়োজন নেই। আশা করা যাচ্ছে তিন মাসের মধ্যে সেরে উঠবে সে। ’
এর আগেও ২০১৬ সালে ডান হাটুর ইনজুরিতে পড়েন ডি ব্রুইনা। যে কারণে ক্লাবের হয়ে ১২টি ম্যাচেই মাঠের বাইরে কাটাতে হয় গেলো মৌসুমের সিটির সেরা এই ফুটবলারকে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
এমকেএম