ফরাসি লিগে লিঁওর হয়ে এক মৌসুম খেলেই স্প্যানিশ জায়ান্টদের দলে ফিরলেন দিয়াস।
২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের নামটি অপরিচিত ঠেকলেও তিনি রিয়ালের জার্সিতে হ্যাটট্রিকও করেছিলেন।
পাঁচ বছরের চুক্তিতে লিঁও থেকে ৩০ মিলিয়ন ইউরো দিয়ে কেনা হয়েছেন দিয়াসকে। যেখানে এক বছর আগে তাকে মাত্র ৮ মিলিয়ন ইউরোতে বিক্রি করা হয়েছিল। যদিও রিয়ালের আগে তাকে দলে ভেড়াতে চেয়েছিল লা লিগার আরেক দল সেভিয়া। তবে শেষ মুহূর্তে বার্সেলোনার ম্যালকম ছিনতাইয়ের মতো রিয়ালও একই ঘটনা ঘটালো। শুক্রবার সান্থিয়াগো বার্নাব্যুতে পরিচয় করিয়ে দেয়া হবে দিয়াসকে।
মূলত গত মৌসুমে লিগ ওয়ানে দিয়াসের পারফরম্যান্সই তাকে রিয়ালে ফিরিয়েছে। ২০১৭-১৮ মৌসুমে তিনি সব মিলিয়ে ২১টি গোল করেছিলেন। গত এপ্রিলের পর কোনো গোল না পেলেও করিম বেনজেমা ও গ্যারেথ বেলের যোগ্য সঙ্গী হিসেবে ভাবা হচ্ছে তাকে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৮
এমএমএস