ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মসজিদের বাথরুম পরিষ্কার করলেন সাদিও মানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
মসজিদের বাথরুম পরিষ্কার করলেন সাদিও মানে সাদিও মানে। ছবি: সংগৃহীত

শৈশব থেকেই মনে-প্রানে ইসলাম ধর্মের শিক্ষা মেনে চলেন সাদিও মানে। দক্ষিন সেনেগালের ছোট্টগ্রাম বামবিলে এক মসজিদের ইমামের ঘরে তার জন্ম। তাই ইসলাম ধর্মের প্রতি তার ভালোবাসাটা একদমই ছোটবেলা থেকে। এমনকি লিভারপুলের মতো ক্লাবে খেলেও নিজ ধর্মের প্রতি ভালোবাসা এতটুকু কমেনি।

ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাব লিভারপুলে হয়ে খেলে সপ্তাহে ৯০ হাজার পাউন্ড সম্মানী পান মানে। বাংলাদেশি টাকার হিসেবে তা দাঁড়ায় প্রায় ৯৭ লাখ ২০ হাজার।

এত বড় অংকের সম্মানি নেওয়া তারকা হয়েও নিজ হাতেই লিভারপুলের স্থানীয় মসজিদের বাথরুম পরিষ্কার করেন তিনি।

মসজিদের বাথরুম পরিষ্কার করলেন সাদিও মানে

শনিবার (১ সেপ্টেম্বর) লেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে জয় পায় লিভারপুল। এই জয়ের প্রথম গোলটিই আসে মানের পা থেকে। ম্যাচ শেষে লিভারপুলের স্থানীয় একটি মসজিদে বাথরুমের অযুখানা পরিস্কার করেন তিনি। তার এই কাজের একটি ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, এক কিশোরের সঙ্গে মসজিদের অযুখানা পরিস্কার করতে বালতিতে পানি নিচ্ছেন মানে। পরবর্তীতে জানা যায়, ছবিতে দেখা মসজিদটির নাম আল রাহমা।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।