ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বরিশালে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
বরিশালে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হচ্ছে

বরিশাল: বরিশালে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। বরিশাল জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া সংস্থা এ খেলার আয়োজন করে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বরিশালের জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমান, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনস, বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম, বরিশাল বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামন খসরু, জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহম্মদ প্রমুখ।

খেলায় বরিশাল জেলার ১১টি দল অংশ নিচ্ছে। জেলা থেকে বিজয়ী দল বরিশাল বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।