তবে মাঠে খেলার পাশাপাশি হচ্ছে প্রচুর ফাউলও। দু’পক্ষই ফাউলের কারণে কয়েকবার হলুদ কার্ড হজম করেছে।
ম্যাচের ৬৪ মিনিটের মাথায় আর্জেন্টিনার বক্সে ঢুকে একাধিকবার শট নিলেও গোল আদায় করতে পারেননি নেইমার। তার কাছ থেকে বল ক্লিয়ার করে এগিয়ে নিতে চাইলে পারদেসকে ফেলে দেন নেইমার। তখনই রেফারি ফাউলের বাঁশি বাজান। হলুদ কার্ড প্রদর্শন করে সতর্ক করেন নেইমারকে।
অবশ্য ম্যাচে এখন পর্যন্ত নেইমার নিজেই ফাউলের শিকার হয়েছেন কয়েকবার। ম্যাচে উপর্যুপরি ফাউলের কারণে এরইমধ্যে ছয়বার হলুদ কার্ড দেখাতে হয়েছে রেফারিকে।
খেলার ৮০ মিনিট চলা পর্যন্ত কোনো গোল হয়নি।
বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এইচএ/