২০১৮ সাল জার্মানির জাতীয় দলের জন্য সবচেয়ে বাজে মৌসুম হিসেবে সাব্যস্ত হয়েছে, অন্তত হারের হিসাবে। মঙ্গলবার (১৬ অক্টোবর) উয়েফা ন্যাশনস লিগে ফরাসিদের কাছে ২-১ গোলে হেরে গেছে জার্মানি।
২০১৮ সালে জার্মানি ব্রাজিল, অস্ট্রিয়া, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস এবং ফ্রান্সের কাছে হেরেছে।
ফরাসিদের বিপক্ষে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দিয়েছিলেন রিয়াল তারকা টনি ক্রুস। কিন্তু দ্বিতীয়ার্ধে অ্যাতলেটিকো মাদ্রিদ তারকা আঁতোয়া গ্রিজমানের জোড়া গোলে ইতিহাস গড়া পরাজয় নিয়ে মাঠ ছাড়েন জোয়াকিম লো’র শিষ্যরা।
ক্রুস অন্তত জার্মানির গোল খরা সামালা দিতে সক্ষম হয়েছেন। এর আগের তিন ম্যাচে গোলের দেখাই পাননি মুলাররা। কিন্তু এটাই ওই ম্যাচ থেকে জার্মানির একমাত্র প্রাপ্তি। ম্যাচ শেষে সেই প্রাপ্তির আলো নিভে লজ্জার আঁধার সঙ্গী হয়েছে তাদের।
টানা চার প্রতিযোগিতামূলক ম্যাচে জয়ের দেখা পায়নি জার্মানি। প্রায় ২০ বছরের মধ্যে যা প্রথমবার ঘটেছে। সর্বশেষ অক্টোবর ১৯৯৯ থেকে জুন ২০০০ সাল পর্যন্ত এমন পরিস্তিতির মুখোমুখি হয়েছিল তারা। এছাড়া মঙ্গলবারের পরাজয়টি ২০০০ সালের পর প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক আসরে জার্মানির টানা দুই পরাজয়।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এমএইচএম/এমএমএস