খেলার শুরুতে ১৭ মিনিটে সের্হিয়ো আগুয়েরোর ব্যক্তিগত ১৪৯তম গোলে এগিয়ে যায় ম্যানসিটি। প্রথমার্ধ এভাবে কাটার পর দ্বীতিয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে স্বাগতিকরা।
৫৪ মিনটে বের্নার্দো সিলভারের গোলের ২ মিনিট পর ফের্নান্দিনিয়ো তৃতীয় গোল করেন। এরপর কোচ পেপ গার্দিওলা মাঠে নামান কেভিন ডি ব্রুইনকে। দুই মাস ইনজুরি কাটিয়ে মাঠে নামলেন এই বেলজিয়ান মিডফিল্ডার।
ম্যাচ শেষ হওয়ার ১৭ মিনিট আগে বাঁকানো শট দিয়ে গোলের ব্যবধান ৪-০ তে নিয়ে যান রিয়াদ মাহরেজ। ম্যাচ শেষ হওয়ার মুহূর্তে লেরয় সানে ম্যানসিটি’র পক্ষে পঞ্চম গোল করে গোলের বন্যার ধারা বজায় রাখেন।
এই জয়ের মাধ্যমে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। দুই পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয় চেলসি।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮/আপডেট সময়: ০০০৫ ঘণ্টা
এমকেএম/এমএএম/জিপি