মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে ‘ই’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের মাধ্যমে বায়ার্ন ৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আর টানা তিন হারে তলানিতে আছে গ্রিসের দল এইকে অ্যাথেন্স।
নিজেদের মাঠে প্রথমার্ধে বায়ার্নকে বেশ ভালোভাবেই আটকে রাখতে সক্ষম হয় অয়াথেন্স। বেশ কয়েকবার গোলের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বুন্ডেসলিগার চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধের সেরা সুযোগটি নষ্ট করেন লেভানদফস্কি। ২৬তম মিনিটে বাঁ দিক থেকে স্পেনের মিডফিল্ডার তিয়াগো আলকানতারার বাড়ানো বল দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি পোল্যান্ডের এই ফরোয়ার্ড।
৬১তম মিনিটে প্রথম গোল পায় বায়ার্ন। রবেনের নেওয়া শট ফিরে আসলেও ফিরতি শটে দারুণভাবে জালে বল পাঠান হাভিয়ের মার্টিনেজ। ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জার্মানির দলটি। এরপর আর ব্যবধান বাড়াতে না পারলেও জয় পেতে কষ্ট করতে হয়নি আর বায়ার্নকে।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এমকেএম