ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

ফুটবল

মানে-সালাহদের দাপটে শীর্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
মানে-সালাহদের দাপটে শীর্ষে লিভারপুল মানে-সালাহদের দাপটে শীর্ষে লিভারপুল-ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ন্ত জয় তুলে নিয়েছে লিভারপুল। সাদিও মানের জোড়া গোলে কার্ডিফ সিটিকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। দলের হয়ে আরও একটি করে গোল পান মোহাম্মদ সালাহ ও জারদান শাকিরি। আর এ জয়ে লিগের শীর্ষে উঠে গেল অল রেডসরা।

শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে নিচের দিকের দল কার্ডিফকে আতিথিয়েতা জানায় লিভারপুল। আর ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে তারা।

ফলে মাত্র ১০ মিনিটেই লিড পায়। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে গোলটি করেন মিশরীয় কিং সালাহ। তবে প্রথমার্ধ আর কোনো গোল হয়নি।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় স্বাগতিকরা। ৬৬ মিনিটে এক জোড়ালো শটে দলের ব্যবধান বাড়ান সেনেগাল স্ট্রাইকার মানে। তবে ৭৭ মিনিটে শ্রোতের বিপরীতে কার্ডিফের কালাম প্যাটারসন একটি গোল শোধ দেন।

এদিন গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করান সালাহ। দলের পরের দুটি গোলেই ছিল তার অবদান। ৮৪ মিনিটে তার কাছ থেকেই বল পেয়ে লিভারপুলের হয়ে নিজের প্রথম গোলটি করেন সুইস তারকা শাকিরি। আর ৮৭ মিনিটে সালাহ থেকে বল পেয়ে চিপ করে জোড়া গোল পূর্ণ করে জয় নিশ্চিত করেন মানে।

প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল। ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।