শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে নিচের দিকের দল কার্ডিফকে আতিথিয়েতা জানায় লিভারপুল। আর ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে তারা।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় স্বাগতিকরা। ৬৬ মিনিটে এক জোড়ালো শটে দলের ব্যবধান বাড়ান সেনেগাল স্ট্রাইকার মানে। তবে ৭৭ মিনিটে শ্রোতের বিপরীতে কার্ডিফের কালাম প্যাটারসন একটি গোল শোধ দেন।
এদিন গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করান সালাহ। দলের পরের দুটি গোলেই ছিল তার অবদান। ৮৪ মিনিটে তার কাছ থেকেই বল পেয়ে লিভারপুলের হয়ে নিজের প্রথম গোলটি করেন সুইস তারকা শাকিরি। আর ৮৭ মিনিটে সালাহ থেকে বল পেয়ে চিপ করে জোড়া গোল পূর্ণ করে জয় নিশ্চিত করেন মানে।
প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল। ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৮
এমএমএস