প্রত্যক্ষদর্শীরা জানায়, স্টেডিয়াম থেকে হেলিকপ্টারটি টেক অফের কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটে দেখা দেয়। কিছুক্ষণ ভেসে থাকার পর হেলিকপ্টারটিকে নীচে নেমে আসে।
লেস্টার সিটি ক্লাব কর্তৃপক্ষ অবশ্য এখন পর্যন্ত দুর্ঘটনার বিষয়ে কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি। শনিবার রাতে ওয়েস্টহ্যামের বিপক্ষে নিজেদের মাঠে খেলা ছিল লেস্টার সিটির। ম্যাচটি ড্র করে তারা। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, ম্যাচটি দেখেই নিজস্ব হেলিকপ্টারে উঠেছিলেন শ্রীবদ্ধনপ্রভার।
থাইল্যান্ডের এই ধনকুবের ভিচাই শ্রীবদ্ধনপ্রভার এমনিতেই বেশ পরিচিত। তবে ২০১৫-১৬ মৌসুমে তিনি বাড়তি আলোতে আসেন। ঐ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে ফুটবল ইতিহাসে রূপকথা লেখে দলটি।
২০১০ সালে আনুমানিক ৩৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লেস্টার সিটির মালিকানা কিনে নেন শ্রীবদ্ধনপ্রভা।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৮
এমএমএস