এই লিগের সব শেষ চেলসির বিপক্ষে ড্র করে পয়েন্ট হারায় ম্যানইউ। আর চ্যাম্পিয়ন্স লিগে ১-০ তে হারে জুভেন্টাসের বিপক্ষে।
নিজেদের মাঠে ম্যাচের ২৭তম মিনিটে গোল পায় ম্যানইউ। ফরাসি তারকা পল পগবার পা থেকে আসে এই গোল। শুরুতে অবশ্য পগবার কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে ফিরতি শটটি আর ফেরাতে পারেননি।
১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানইউ। ফিরে ৪৯ মিনিটে ব্যবধান দিগুণ করেন মার্শিয়াল। তার এই গোলে সাহায্য করেন পগবা।
ম্যাচের ৭৭ মিনিটে পেনাল্টি থেকে এভারটনের গিলফি সিগুর্ডসন একটি গোলের শোধ দেন। তবে ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে উঠেছে ইউনাইটেড। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চলতি মৌসুমে উড়তে থাকা লিভারপুল।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমকেএম