শনিবার (২৭ অক্টোবর) লেস্টার সিটি ও ওয়েস্টহ্যামের ম্যাচ শেষে ফেরার পথে মাঠের পাশেই বিধ্বস্ত হয় লেস্টার সিটির মালিকের হেলিকপ্টার। লেস্টারের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানানো হয়, ‘ভিচাই শ্রীবদ্ধনপ্রভার আর নেই।
শ্রীবদ্ধনপ্রভা ২০১০ সালে আনুমানিক ৩৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লেস্টার সিটির মালিকানা কিনে নেন। ২০১৭ সালে তিনি বেলজিয়ামে ওএইচ ল্যুভেন নামের আরেক ফুটবল ক্লাবের মালিকানা গ্রহণ করেন। ২০১৫-১৬ মৌসুমে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনালের মতো বাঘা বাঘা দলকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগ জিতে নেয় তার লেস্টার সিটি।
দুর্ঘটনার কারণে ইএফএল কাপে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে লেস্টার।
শ্রীবদ্ধনপ্রভার মৃত্যুতে লেস্টারের ফুটবলারদের পাশাপাশি লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, এসি মিলান, ইন্টার মিলান, আর্সেনাল, ওয়েস্টহ্যাম, সাউদাম্পটনসহ আরও অনেক ক্লাবের সদস্যরাও সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমকেএম