রোব ও সোমবার লেস্টার সিটির খেলোয়াড় ও ম্যানেজার শেষকৃত্যে অংশ নেয়ার পর আগামী মঙ্গলবার সকালে তাদের যুক্তরাজ্যে ফিরে যাওয়ার কথা রয়েছে।
২৭ অক্টোবর লেস্টার সিটি ও ওয়েস্টহ্যামের ম্যাচ শেষে ফেরার পথে মাঠের পাশে পার্কিংয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয় লেস্টার সিটির মালিক ভিচাই শ্রীবদ্ধনপ্রভা নিহত হন।
শ্রীবদ্ধনপ্রভা ২০১০ সালে আনুমানিক ৩৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লেস্টার সিটির মালিকানা কিনে নেন। ২০১৭ সালে তিনি বেলজিয়ামে ওএইচল্যুভেন নামের আরেক ফুটবল ক্লাবের মালিকানা গ্রহণ করেন। ২০১৫-১৬ মৌসুমে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনালের মতো বাঘা বাঘা দলকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগ জিতে নেয় তার লেস্টার সিটি।
বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এইচএল/এসএইচ