‘এইচ’ গ্রুপে গত মাসে ম্যানইউর মাঠে প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছিল জুভেন্টাস।
অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে এদিন মাঠের খেলায় দু’দল প্রায় সমান শক্তি প্রদর্শন করে।
দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে অবশেষে লিড পায় স্বাগতিকরা। লিওনার্দো বনুচ্চির অ্যাসিস্ট করা বলে ভল্যির মাধ্যমে জালে পাঠান রোনালদো। জুভিদের হয়ে ইউরোপ সেরার আসরে এটিই তার প্রথম গোল। আর সব মিলিয়ে ১২১ গোল নিয়ে তিনিই এই তালিকায় শীর্ষে রয়েছেন।
৭৯ মিনিটে কোচ হোসে মরিনহো বদলি ফুটবলার হিসেবে হুয়ান মাতাকে মাঠে নামান। আর নেমেই বাজিমাত করেন এই স্প্যনিশ। সাত মিনিট পর দারুণ এক ফ্রি-কিকে সফরকারীদের সমতায় ফেরান তিনি। আগের তিন ম্যাচে জয় পাওয়া জুভিদের এই আসরে এটিই প্রথম গোল হলো।
ম্যাচের নির্ধারিতর সমেয়র এক মিনিট আগে হার নিশ্চিত হয় জুভিদের। মাতার আরও একটি ফ্রি-কিক গোলরক্ষক ঠেকালেও তা ধরে রাখতে পারেননি। বল এসে বোনুচ্চির মাথায় লেগে অ্যালেক্স সান্দ্রোর গায়ে লেগে আত্মঘাতি গোল হয়।
‘এইচ’ গ্রুপে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউর পয়েন্ট ৭। ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভালেন্সিয়া। ইয়াং বয়েজের পয়েন্ট ১।
বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৮
এমএমএস