রোববারের এ লড়াইয়ে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে পিছিয়ে যায় বার্সা। ২০ মিনিটে জুনিয়র ফ্রিপোর গোলে লিড পায় বেটিস।
বিরতির পর অবশ্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় বার্সা। অবশেষে ৬৮ মিনিটে ব্যবধান কমায় দলটি। জর্দি আলবা ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে গোল করে মেসি দলকে এগিয়ে দেন।
তিন মিনিট পর বার্সা আরও পিছিয়ে পড়ে। এবার প্রতিপক্ষ শিবিরে মেসির জাতীয় দলের আর্জেন্টাইন সতীর্থ জিওভানি লো সেলসো গোল করে বসেন। কিন্তু বার্সার আরতুরো ভিদাল ৭৯ মিনিটে গোল করলে আবারও ব্যবধান কমায় কাতালানরা।
ইদুর-বিড়ালের মতো খেলায় মেতে ওঠা বেটিস ৮৩ মিনিটে গোল করে একহালি গোল পূর্ণ করে। এবারের গোলদাতা ক্যানালেস। শেষদিকে যোগ করা সময়ে মেসি আরও একটি গোল করলেও হার এড়াতে পারেনি বার্সা।
এই ম্যাচ হেরেও অবশ্য শীর্ষে রয়েছে বার্সা। ১২ ম্যাচে ৭ জয় ৩ ড্র ও ২ হারে ২৪ পয়েন্ট নিয়ে তারা সবার ওপরে রয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৮
এমএমএস