ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

অঘটনের শিকার লিভারপুলের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
অঘটনের শিকার লিভারপুলের বিদায় অঘটনের শিকার লিভারপুলের বিদায়-ছবি: সংগৃহীত

ইংলিশ ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর এফএ কাপে পুঁচকে ওলভারহ্যাম্পটন ওয়ার্ন্ডাসের কাছে ২-১ গোলে হেরে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিল লিভারপুল। চলতি মৌসুমে প্রথমবার টানা দুটি ম্যাচেও হার দেখলো ইয়র্গান ক্লপের শিষ্যরা। গত সপ্তাহে প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছিল অল রেডসরা।

প্রতিপক্ষের মাঠ মলিনেক্স স্টেডিয়ামে ক্লপ মূল একাদশে ৯টি পরিবর্তন নিয়ে মাঠে নামেন। যেখানে অভিষেক করান তিন তরুণ ফুটবলারকে।

তবে এর খেসারত দিয়ে শেষ পর্যন্ত হারই মানতে হয় তাদের।

বল দখলে এদিন লিভারপুল এগিয়ে থাকলেও ৩৮ মিনিটে ওলভারহ্যাম্পটনের রাউল জিমেনেস গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। বিরতির পর ৫১ মিনিটে ডিভোক ওরিগি সমতা ফেরালেও ৪ মিনিট পর রুবেন নেভেস গোল করলে জয় নিয়ে চতুর্থ রাউন্ডে পা রাখে ওলভারহ্যাম্পটন।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ০৮ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।