ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

লিগ কাপে পাঁচ বছরে প্রথম হারে পিএসজির বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
লিগ কাপে পাঁচ বছরে প্রথম হারে পিএসজির বিদায় ছবি: সংগৃহীত

ফ্রেঞ্চ লিগ কাপে পাঁচ বছরের মধ্যে প্রথম হারের মুখ দেখলো প্যারিস সেন্ট জার্মেই। আর এই হারেই আসরটি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল টমাস টুখেলের শিষ্যরা। ২-১ গোলে জিতে সেমিফাইনালে জায়গা করে নিল গ্যাঁগো।

বুধবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে এই লিগে টানা ৪৯ ম্যাচ জয়ের পর হার দেখলো পিএসজি। সর্বশেষ ২০১৪ সালে হেরেছিল টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এদিন যদিও গোলের শুরুটা করে পিএসজি। ৬২ মিনিটে গোলটি করেন তারকা স্ট্রাইকার নেইমার। তবে ৮১ ও অতিরিক্ত সময়ে ইয়েনি ও মাকিস চুরাম পেনাল্টি থেকে গোল করে গ্যাঁগোর জয় নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।