ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরুতে অবশ্য লিভারপুল পিছিয়ে যায়। ৩৪ মিনিটে ক্রিস্টালের অ্যান্ড্রোস টাউনসেন্ড গোলটি করেন।
৭৫ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন সালাহ। সেই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে নিজের ৫০তম গোলও উদযাপন করেন। যেখানে লিভারপুলের হয়ে ৪৮টি ও সাবেক ক্লাব চেলসির হয়ে ২টি গোল করেছেন এই মিশরীয় ফরোয়ার্ড।
এদিকে ৮৯ মিনিটে জেমস মিলনার দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় লিভারপুল। কিন্তু যোগ করা সময়ে গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন সেনেগাল তারকা মানে। শেষদিকে প্রতিপক্ষের মেয়ের একটি গোল করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে।
২৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে রয়েছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৩।
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৯
এমএমএস