ঢাকা, বুধবার, ২৭ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জীবনের হ্যাটট্রিকে আবাহনীর সামনে উড়ে গেলো রহমতগঞ্জ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
জীবনের হ্যাটট্রিকে আবাহনীর সামনে উড়ে গেলো রহমতগঞ্জ আবাহনীর জয়। ছবি: শোয়েব মিথুন

প্রিমিয়ার লিগে রহমতগঞ্জের বিপক্ষে বড় জয় পেয়েছে ঢাকা আবাহনী। ৫-১ গোলের ব্যবধানে এই বড় জয়ে অনেকটা অবদানই ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনের। তার হ্যাটট্রিকেই আসে এই জয়।

লিগের বর্তমান চ্যাম্পিয়নদের অন্য গোল দুটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবার। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই দারুণ ছন্দে খেলতে থাকে আবাহনী।

১৮ মিনিটেই প্রথম গোলও পেয়ে যায়। ডিফেন্ডার রায়হান হাসানের লম্বা থ্রো-ইন জীবনের হেডে বল জাল খুঁজে পায়।

পরের মিনিটেই আসে আবাহনীর দ্বিতীয় গোলটি। সানডের করা একটি শট রহমতগঞ্জের গোলকিপার আরিফুল ইসলাম ফিরিয়ে দিলেও ফিরতি কিকে ব্যবধান দ্বিগুণ করেন জীবন।
প্রথমার্ধের ইনজুরি সময়ে এক গোল পরিশোধ করেন কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও।

২-১ এগিয়ে থেকেই বিরতিতে যায় আবাহনী। বিরতির পর রহমতগঞ্জকে যেনো আর খুঁজেই পাওয়া যায়নি। ৫০ ও ৬৮ মিনিটে দুই গোল করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেন সানডে। ইনজুরি সময়ে সানডের পাস থেকেই জীবন পান হ্যাটট্রিক গোল।  

চলতি লিগে তৃতীয় হ্যাটট্রিক এটি। আগের দুটি করেন মুক্তিযোদ্ধার আইভরি কোস্টের ফরোয়ার্ড বালো ফামুসা এবং আরামবাগের উইঙ্গার জাহিদ হোসেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।