ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

শুরু হচ্ছে আবাসিক ফুটবল ক্যাম্প

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
শুরু হচ্ছে আবাসিক ফুটবল ক্যাম্প আবাসিক ফুটবল ক্যাম্প। ছবি: বাফুফে

মার্চের ১ তারিখ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৮ বয়সের প্রতিভাবান খেলোয়াড়দের অংশগ্রহণে দীর্ঘ মেয়াদী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে। ফুটবল ফেডারেশনের একাডেমীতে শুরু হবে এই ক্যাম্প।  

দেশের সকল জেলা হতে বাছাইয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৮ বয়সের প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের অংশ হিসেবে গত ০২ ফেব্রুয়ারি সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জে বাফুফের কোচ জনাব জাহান ই আলম নূরী’র অধীনে ফুটবলারদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জে অনূর্ধ্ব-১৫ বয়সের ৬ জন ও অনূর্ধ্ব-১৮ বয়সের ৪ জন এবং হবিগঞ্জে অনূর্ধ্ব-১৫ বয়সের ৫ জন ও অনূর্ধ্ব-১৮ বয়সের ৫ জন বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে পরবর্তীতে শুরু হবে চুড়ান্ত আবাসিক ক্যাম্প।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
আরএআর/এমকএেম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।