ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সালাকে বহনকারী প্লেনের ধ্বংসাবশেষের ভেতর অজ্ঞাত দেহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
সালাকে বহনকারী প্লেনের ধ্বংসাবশেষের ভেতর অজ্ঞাত দেহ নিঁখোজ সালা। ছবি: সংগৃহীত

কার্ডিফ সিটির ফুটবলার এমিলিয়ানো সালাকে বহনকারী প্লেনের ধ্বংসাবশেষের ভেতর অজ্ঞাত একজনকে দেখা যাচ্ছে। এমনটি নিশ্চিত করেছে এই প্লেন দুর্ঘটনার তদন্তে থাকা ব্রাঞ্চটি।

ভিডিও ফুটেজে ইংলিশ চ্যানেলে পড়ে থাকা পানির নিচে প্লেনের ধ্বংসাবশেষে স্পষ্ট কাউকে দেখা যায়।

এর আগে গত ২১ জানুয়ারি ফ্রান্সের নঁতে থেকে ইংল্যান্ডের কার্ডিফে যাওয়ার পথে ২৮ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার সালাকে বহনকারী পাইপার মলিবু প্লেনটি নিখোঁজ হয়।

প্লেনটিতে পাইলটের দায়িত্বে ছিলেন ডেভিড ইবোটসন।

অজ্ঞাত দেহটি শনাক্ত করা না গেলেও জানা যায়, এটি প্লেনের সিট অথবা ধ্বংসাবশেষের নিচে পড়ে রয়েছে।

তদন্তকারী দলের এক মুখপাত্র এ নিয়ে বলেন, ‘দুঃখজনকভাবে বলতে হচ্ছে, ভিডিও ফুটেজে এক অজ্ঞাত ব্যক্তিকে ধ্বংসাবশেষের ভেতর দেখা যাচ্ছে। আমরা এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তা করছি। আমরা পাইলট এবং যাত্রীর পরিবার ও পুলিশের সঙ্গে যোগাযোগ করছি। ’

এর আগে নঁতে থেকে রেকর্ড ১৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সালাকে দলে ভিড়িয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটি।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।