এর আগে ফ্রান্সের নঁতে থেকে ইংল্যান্ডের কার্ডিফে যাওয়ার পথে গত ২১ জানুয়ারি ইংলিশ চ্যানেলে নিখোঁজ হয়ে যায় সালাকে বহনকারী প্লেনটি। যেখানে তিনি ও পাইলট ডেভিড ইবোটসন ছিলেন।
পরে ৩ ফেব্রুয়ারি দুর্ঘটনার তদন্তকারী সংস্থা ঐ ইংলিশ চ্যানেলে সালাকে বহনকারী প্লেনের ধ্বংসাবশেষের সন্ধান পায়। যেখানে একটি অজ্ঞাত দেহ দেখতে পাওয়া যায়। আর ৭ ফেব্রুয়ারি সেটি সালার মরদেহ বলে নিশ্চিত করা হয়।
অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার আগে সালার শৈশবের ক্লাব সেন মার্টিন ডি প্রগ্রেসোতে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। এ ব্যাপারে সালার শৈশবের ক্লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, আমরা তোমার জন্য অপেক্ষা করছি…যেদিন প্রথম তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিল তবে এখন চিরদিনের জন্য আমাদের সাথে থাকবে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস