ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়ালকে মাটিতে নামালো জিরোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
রিয়ালকে মাটিতে নামালো জিরোনা রিয়াল মাদ্রিদের হার। ছবি: সংগৃহীত

টানা ছয় ম্যাচে জয়ের পর যেনো উড়ছিলো রিয়াল মাদ্রিদ। সেই উড়তে থাকা রিয়ালকেই মাটিতে নামালো জিরোনা। রোববার (১৭ ফেব্রুয়ারি) লা লিগার ম্যাচে নিজেদের মাঠেই ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

প্রথমে এগিয়ে থেকেও এমন হারে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে শিরোপা লড়াইতে আবারও পিছিয়ে পড়লো মাদ্রিদের কুলিনরা। ১৬ মিনিটে গিয়ে প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তা পারেনি স্বাগতিক রিয়াল।

 

এরপরও একাধিক সুযোগ নষ্ট করে দলটি। তবে ২৪ মিনিটে এগিয়ে যায় তারা। ক্রজের সেন্টার থেকে হেডে গোল করেন কাসেমিরো। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

৬৪ মিনিটে সমতায় ফেরে জিরোনা। ক্রিস্টিয়ান স্টুয়ানির হেড বারে লেগে ফিরে আসলে গোল বরাবর জোরালো শট নেন ডগলাস লুইস। কিন্তু সেই বল হাত দিয়ে আটকে দেন সার্জিও রামোস। হলুদ কার্ড পান রিয়ালের অধিনায়ক। জিরোনা পায় পেনাল্টি। স্পটকিক থেকে বল জালে জড়ান উরুগুয়েন ফরোয়ার্ড স্টুয়ানি।

সমতায় ফিরে দুর্দান্ত হয়ে ওঠে জিরোনা। এরপর একের পর এক আক্রমণ করতে থাকে। ৭৬ মিনিটে পেয়ে যায় দ্বিতীয় গোলটি। পোর্তুর হেড থেকে আসে দ্বিতীয় গোলটি। এর পর অবশ্য দুই দলই কয়েকবার সুযোগ পেলেও গোল করতে পারেনি।

৯০ মিনিটে লালকার্ড পেয়ে রামোস মাঠ ছাড়লে ১০ জনের দল নিয়েই অতিরিক্ত সময়টুকু পার করে রিয়াল।

এই হারে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে নেমে এলো রিয়াল মাদ্রিদ। সমানসংখ্যক ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তাদের উপরেই আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।  

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।