এই ম্যাচ জিতে চলতি লিগ টেবিলের শীর্ষে ফিরেছে আবাহনী। সাত ম্যাচের ছয়টিতে জয় নিয়ে বর্তমানে ১৮ পয়েন্ট তাদের।
একাদশ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় আবাহনী। তবে সেটি ছিলো আত্মঘাতী। ওয়ালী ফয়সালের ক্রসে সানডে চিজোবার হেড গোলরক্ষক সুজন চৌধুরী ফেরালেও ব্রাদার্সের ডিফেন্ডার উত্তম বড়ুয়ার পায়ে লেগে বল জালে জড়ায়। ১৮ মিনিটে ফিলস বেলফোর্টের হেডে ব্যবধান দ্বিগুণ হয়।
প্রথমার্ধের শেষের দিকে নিখুঁত শটে স্কোর ৩-০ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড চিজোবা। ৫৭তম মিনিটে ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে ব্যবধান আরও বাড়ান বেলফোর্ট।
৮৭তম মিনিটে ভালো সুযোগ পেয়েও ব্যবধান কমাতে পারেনি ব্রাদার্স। ছয় ম্যাচে ব্রাদার্সের এটি টানা চতুর্থ হার। পয়েন্ট মাত্র ৩।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এমকেএম