ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দুই মৌসুমের জন্য চেলসির দলবদল নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
দুই মৌসুমের জন্য চেলসির দলবদল নিষিদ্ধ চেলসি। ছবি: সংগৃহীত

আগামী দুই মৌসুম আর কোনো খেলোয়াড় কিনতে পারবে না চেলসি। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিয়ম ভাঙায় এই শাস্তি পায় ব্লুরা। 

ফিফার বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী ১৮ বছরের নিচে কোনো খেলোয়াড় কিনতে পারবে না কোনো ক্লাব। কিন্তু সেই নিয়ম ভঙ্গ করেছে চেলসি।

আর তাই ২০২০ সালের গ্রীষ্ম মৌসুম পর্যন্ত নতুন কোনও খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারবে না ক্লাবটি। অবশ্য খেলোয়াড় ছেড়ে দেওয়া কিংবা ধারের খেলোয়াড়দের ফিরিয়ে আনায় কোনও বাধা নেই।

শুধু নিষেধাজ্ঞাই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবকে ৬ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। ছাড় পায়নি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনও (এফএ)। তাদেরকেও ৫ লাখ ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করে ফফা।

তবে এই শাস্তির বিরুদ্ধে ফিফা আপিল কমিটির কাছে আবেদন করতে পারবে চেলসি। তবে মাত্র ৩ দিনের মধ্যে। এমনকি ক্রীড়া আদালতেও যেতে পারবে ক্লাব কর্তৃপক্ষ।

বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, গত দিন বছর থেকেই ১৮ বছরের নিচের খেলোয়াড়দের সঙ্গে চেলসির চুক্তি নিয়ে তদন্ত করেছে ফিফা। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলা বুরকিনা ফাসোর ত্রাওরে সহ বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করে চেলসি, যাদের বয়স ১৮ বছরের নিচে। আর এমন চুক্তির শাস্তিই পেলো ক্লাবটি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।