বেলা ৩ টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।
৪৮ মিনিটে মুক্তিযোদ্ধার বদলি খেলোয়াড় ১৮ নম্বর জার্সিধারী মাহাদী হাসান রয়েল মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। ৮৮ মিনিটে মাহাদী হাসান রয়েলের পাস থেকে সুজন বিশ্বাস করেন দ্বিতীয় গোলটি।
ম্যাচ শেষে টিম বিজেএমসি’র ম্যানেজার আরিফুল হক চৌধুরী বলেন, ‘খেলার প্রথমার্ধে সমানে সমান লড়ছিলো খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধে প্রথম গোল হওয়ার পরও খেলোয়াড়রা চেষ্টা করেছিলো খেলায় ফিরে আসার। কিন্তু দ্বিতীয় গোল হওয়ার পর খেলা থেকে ছিটকে পড়ে। আগামীতে সময় আছে আরো ভাল খেলবে। ’
মুক্তিযোদ্ধা সংসদের প্রধান কোচ মো: আব্দুল কাইয়ূম সেন্টু বলেন, ‘গত ম্যাচে জাপানী খেলোয়াড় কেটো লাল কার্ড পেয়েছে। আজ বাল্ল ফামুসা ইনজুরির কারণে ৩০ মিনিট খেলে মাঠ ছাড়ে। তারপরও দলের সবাই ভাল খেলেছে, তাই জয়ী হওয়া সহজ হয়েছে। ’
বাংলাদেশ সময়: ২০৫৫, ফেব্রুয়ারী ২৪, ২০১৯
একে/এমকেএম