ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

কেইটা-ফিরমিনোর গোলে সেমির পথে লিভারপুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৮, এপ্রিল ১০, ২০১৯
কেইটা-ফিরমিনোর গোলে সেমির পথে লিভারপুল কেইটা-ফিরমিনোর গোলে সেমির পথে লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার (০৯ এপ্রিল) দিনগত রাতে ইংলিশ জায়ান্ট লিভারপুরের বিপক্ষে মাঠে নামে এফসি পোর্তো। এর আগে ইউরোপিয়ান প্রতিযোগিতায় লিভারপুলকে কখনোই হারতে পারেনি পর্তুগিজ ক্লাবটি। সেই ধারাবাহিকতা বজায় থাকলো এবারও। পোর্তাকে প্রথম লেগে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথটা সহজ করে রাখলো ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক লিভারপুল। ম্যাচের ৫ মিনিটের মাথায় ন্যাবি কেইটার গোলে লিড নেয় অলরেডসরা।

১৮ মিনিটে মোহাম্মদ সালাহ’র শট ফিরিয়ে দেন পোর্তো গোলরক্ষক।

তবে এরপরই ব্যবধান বাড়ায় লিভারপুল। ২৬ মিনিটে মাঝমাঠ থেকে ডিফেন্স চেরা পাস থেকে ডি-বক্সের ভেতরে বল পেয়ে যান আলেক্সান্ডার আরনল্ড। গোলমুখে বল বাড়িয়ে দিলে আলতো টোকায় বল জালে জড়ান রবার্তো ফিরমিনো।

৩১ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল পোর্তো। মৌসার নেওয়া শট গোলমুখ থেকে ফিরিয়ে দেন লিভারপুলের গোলরক্ষক।

বিরতির পর আক্রমণের গতি বাড়িয়ে দেয় লিভারপুল। তবে একের পর এক আক্রমণ চালিয়েও গোল ব্যবধান আর বাড়াতে পারেনি স্বাগতিকরা।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লপের শিষ্যরা। আর শেষ চারের পথেও অনেকটাই এগিয়ে থাকলো ইংলিশ দলটি।

আগামী ১৮ এপ্রিল ফিরতি পর্বে মুখোমুখি হবে পোর্তো ও লিভারপুল।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
আরএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।