গত ৬ এপ্রিল বার্সেলোনার সাথে ম্যাচের ২৬ মিনিটে আর্তুর মেলার সাথে বল দখলের সয়য় লেগে যায় কস্তার। এরপর রেফারির সাথে তর্কে জড়িয়ে পড়েন কস্তা।
ম্যাচে শেষে রেফারি ম্যাচ রিপোর্টে জানান কস্তার তার (রেফারির) মায়ের নামে অকথ্য ভাষায় গালি দেন। শুধু তাই নয় সতীর্থকে কার্ড দেখানো থেকে আটকানোর জন্য রেফারির হাত ধরে বসেন।
কস্তাকে শুধু আট ম্যাচ নিষিদ্ধই করা হয়নি, সাথে ৬ হাজার ১০ ইউরো জরিমানাও করা হয়। স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে মূলত রেফারির মাকে গালি দেওয়া জন্য চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে আর বাকি চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে রেফারির হাত আটকে ধরার জন্য।
নিষিদ্ধ হওয়ার ফলে এই মৌসুমে লিগে আর কোনো ম্যাচ খেলতে পারছেন না কস্তা।
বাংলাদেশ সময়: ০৩২৬ ঘন্টা, এপ্রিল ১২, ২০১৯
আরএআর/এমএমএস