ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কিরগিজস্তানের জয়ে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
কিরগিজস্তানের জয়ে সেমিতে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে কিরগিস্তানের মেয়েরা-ছবি: শোয়েব মিথুন

কিরগিজস্তান পয়েন্ট পেলেই সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। এমন সহজ সমীকরণকে আরও সহজ করে দিল কিরগিজস্তানের মেয়েরা। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ইন্টারন্যাশনাল গোল্ড কাপের সেমিতে উঠে গেছে দলটি, এক ম্যাচ হাতে রেখেই তাদের সঙ্গী হয়েছে বাংলাদেশও।

বুধবার (২৪ এপ্রিল) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-১ গোলে হারিয়েছে কিরগিজস্তান।

ছবি: শোয়েব মিথুনম্যাচের প্রথমার্ধেই ২-১ গোলে পিছিয়ে পড়ে সংযুক্ত আরব আমিরাত।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া দলটি বেশ কিছু সুযোগ নষ্ট করে। শেষ দিকে দলের এক খেলোয়াড় লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় কিরগিজস্তান। তবে তাতেও অবশ্য প্রতিপক্ষের রক্ষণব্যূহ ভেদ করতে পারেনি আমিরাতের মেয়েরা।

ছবি: শোয়েব মিথুনএকটি মাত্র জয় নিয়েই কিরগিজস্তানের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। এর আগে বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে ২-০ গোলে হেরে গিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল দলটি।

ছবি: শোয়েব মিথুনআগামী শুক্রবার (২৬ এপ্রিল) গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও কিরগিজস্তান। ওই ম্যাচে ড্র করলেও বাংলাদেশের মেয়েরা গ্রুপ সেরা হবে ।

ছবি: শোয়েব মিথুনবাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।