ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার নেইমার জুনিয়র- ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ক্লাব ফুটবল সংস্থা উয়েফা কর্তৃক তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পিএসজি তারকা নেইমার জুনিয়র। কেবল উয়েফা আয়োজিত ইউরোপিয়ান ম্যাচগুলোতে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ঘটনার সুত্রপাত্র ইন্সটাগ্রামে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে যায় পিএসজি।

সেই ম্যাচে চোটের কারণে স্কোয়াডে না থাকলেও স্টেডিয়ামে বসে খেলা দেখেন নেইমার।

কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে বিতর্কিত এক পেনাল্টিতে দল হেরে যাওয়ায় মাঠে বসেই রেফারির উপর ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলিয়ান সুপারস্টার। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামেও ম্যাচ রেফারি দামির স্কোমিনার বিরুদ্ধে অসম্মানসূচক মন্তব্য করেন তিনি।

২৭ বছর বয়সী নেইমার লিখেছিলেন, ‘এটা লজ্জাকর। চারজন লোক যারা কিনা ফুটবল সম্পর্কে কিছুই জানে না তারাই টেলিভিশনের সামনে স্লো-মোশনে রিপ্লে দেখে (ভিএআর) গোলের নির্দেশ দিল। ’

রেফারির প্রতি নেইমারের দৃষ্টিকটু মন্তব্যটি আমলে নেয় উয়েফা। ঘটনার পরপরই পিএসজি ফরোয়ার্ডের নিষিদ্ধ হওয়ার গুঞ্জন উঠেছিল। হলোও তাই। আগামী মৌসুমে পিএসজির হয়ে গ্রুপ পর্বের অর্ধেক ম্যাচে দর্শক হয়ে কাটাতে হবে বিশ্বের সবচেয়ে দামী ফুটবল তারকাকে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।