রোববার রাতে (২৮ এপ্রিল) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে বছরের অন্যতম প্রফেশনাল ফুটবলারের এই খেতাব তুলে দেয়া হয় ফন জিকের হাতে।
২০১৮ সালে পিএফএ জেতেন মোহামেদ সালাহ।
ইংলিশ কিংবদন্তি জন টেরির পরে এই প্রথম কোনো ডিফেন্ডার পিএফএ জিতলেন। চেলসির জার্সিতে ২০০৫ সালে এই পুরস্কার জেতেন টেরি। ডেনিস বার্গক্যাম্প, রুদ ফন নিস্টলরয় এবং রবিন ফন পার্সির পরে পিএফএ জেতা চতুর্থ ডাচ খেলোয়াড় হলেন ফন ডাইক।
গত জানুয়ারিতে ফুটবল ইতিহাসে ডিফেন্ডারদের মধ্যে রেকর্ড ৭৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে সাউদাম্পটন ছেড়ে অ্যানফিল্ডে আসেন ফন ডাইক। চলতি মৌসুমে লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ মিশনের অন্যতম স্বপ্ন সারথিও এই ২৭ বছর বয়সী ডাচ তারকা।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এমকেএম