সোমবার (২৯ এপ্রিল) বার্সেলোনা নিজেদের অফিসিয়াল টুইটার পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে সুয়ারেজ আসন্ন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিয়ে কথা বলেছেন।
তবে মহারণে সাবেক ক্লাবকে একটুও ছাড় দিতে চান না সুয়ারেজ। ৩২ বছর বয়সী ফরোয়ার্ড আরো বলেন, ‘এক সেকেন্ডের জন্যও আপনি চ্যাম্পিয়নস লিগে মনোযোগ হারাতে পারবেন না। কারণ গভীরভাবেই আপনি এটি চান। ’
২০১৪ সালে ক্যাম্প-ন্যু’তে আসার আগে সুয়ারেজ তিন বছর কাটিয়েছেন অ্যানফিল্ডে। অল রেডসদের হয়ে কেবল ইএফল কাপ (কারাবো কাপ) শিরোপাই জিতেছেন তিনি।
তবে গত মৌসুম থেকেই সালাহ-মানে-ফিরমিনোদের নিয়ে গড়া লিভারপুল নিজেদের নামের প্রতি সুবিচার করতে শুরু করেছে। চলতি মৌসুমের শুরুতে তারা অঢেল টাকা ঢেলেছে দল গোছাতে। ট্রান্সফার ফি’র রেকর্ড গড়ে অ্যানফিল্ডে নিয়ে এসেছেন ভার্জিল ফন ডাইক, অ্যালিসন বেকারদের মতো তারকাদের।
২০১৮-১৯ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপারও স্বপ্ন দেখছে লিভারপুল। তবে সেক্ষেতে ইয়র্গান ক্লপের দলের সবচেয়ে বড় বাধা গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৩৬ ম্যাচ শেষে ৯২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটিজেনরা। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। দুই দলের হাতে আছে দুই ম্যাচ। শিরোপা জিতলে হলে লিভারপুলকে বাকি দুই ম্যাচেই জিততে হবে এবং সিটিকে পয়েন্ট খোয়াতে হবে।
ইয়র্গেন ক্লপের অধীনে এই নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলছে লিভারপুল। গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে শিরোপা বিসর্জন দিয়েছিল তারা।
চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগ হবে ক্যাম্প-ন্যু’য়ে, বাংলাদেশ সময় বুধবার (০১ মে) দিবাগত রাত একটায়।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এমএমএস