ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডে এলিয়ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, মে ৫, ২০১৯
প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডে এলিয়ট হার্ভে এলিয়ট-ছবি: সংগৃহীত

বয়স মাত্র ১৬ বছর ৩০ দিন। এই বয়সে নতুন রেকর্ড করে বসেছেন হার্ভে এলিয়ট। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনিই।

শনিবার (০৪ মে) ফুলহামের হয়ে ৮৮ মিনিটে মাঠে নেমে ইতিহাস গড়েন এলিয়ট। তার আগে প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের মর্যাদা ছিল ফুলহামেরই সাবেক খেলোয়াড় ম্যাথিউ ব্রিগসের।

১৩ মে ২০০৭ সালে মাত্র ১৬ বছর ৬৮ দিন রেকর্ডটি গড়েছিলেন এই লেফটব্যাক। ব্রিগস ও এলিয়ট উভয়ে বেড়ে উঠেছেন ফুলহামের যুব দলে।

অভিষেক ম্যাচটা অবশ্য স্মরণীয় হয়নি এলিয়টের। উলভসের মাঠে ফুলহাম হেরেছে ১-০ ব্যবধানে।

এলিয়টের জন্ম ০৪ এপ্রিল ২০০৩ সালে, লন্ডনে। এর আগে ফুলহামের ইতিহাসে আরেকটি রেকর্ড গড়েন এই মিডফিল্ডার। মাত্র ১৫ বছর বয়সে কারাবো কাপে বদলি হিসেবে মাঠে নেমে ক্লাবটির সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের ইতিহাস গড়েন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের এই খেলোয়াড়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মে ০৫, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।