তবে মজার ব্যাপারে এই দুই মহারথীর এমন পারফরম্যান্স সহ্য হচ্ছে না পল পগবার! ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি এই মিডফিল্ডার মেসি-রোনালদোর এমন দক্ষতাকে কোনো মানদণ্ড বা আদর্শ হিসেবে ধরতে চাননা।
জুভেন্টাস থেকে ম্যানইউতে ফিরে নিজেকে কোনোভাবেই প্রমাণ করতে পারছেন না পগবা।
চলমান মৌসুমে পগবা ফর্মে নেই, তেমনটা বলা যাবে না। এখন পর্যন্ত ১৬টি গোল করেছেন তিনি। এছাড়া আরও ১১টি গোলে সহায়তাও করেছেন। তবুও বিশ্বকাপ জয়ী এই তারকার দিকেই যেন সমালোচনার তীর ধেয়ে আসে।
সমালোচনার জবাব দিতে গিয়ে পগবা বলেন, ‘ফুটবল অনেক কিছুই পরিবর্তন করেছে। আমি দেল পিয়েরো (আলোসান্দ্রো), ফিগো (লুইস), টট্টির (ফ্রান্সিসকো) মতো সত্যিকারের কিংবদন্তিদের খেলা দেখে বড় হয়েছি। তারা সবাই ছিলেন চ্যাম্পিয়ন। তারা ছিলেন বিশ্বের সেরা, তবে তাদের মধ্যে অনেকেই প্রতি মৌসুমে ২০ গোলের বেশি করতে পারেননি। ’
‘তবে এখনকার সময়ে পরিসংখ্যান, নাম্বার, উপাত্ত বিষয়গুলো বিবেচনায় ওপরের দিকে থাকে। একদিক থেকে এটা ভালো, আধুনিক ফুটবলে এটা খেলার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা ভুলে যাই প্রতি মৌসুমে ২০ গোলের বেশি করা কতটা কঠিন। এমনকি বড় খেলোয়াড়দের ক্ষেত্রে এটা একই রকম। ’
‘বর্তমান পরিপ্রেক্ষিতে এটি তো আরও কঠিন, কেননা বড় পর্যায়ে প্রতিটি দল প্রায় সমান। বিশেষ করে বড় প্রতিযোগিতায় তো আরও। ’
মেসি ও রোনালদোকে ঈর্ষা করা পগবা বলেন, ‘মেসি ও রোনালদো সাম্প্রতিক সময়ে এই পরিসংখ্যানগুলো নিয়মিতই দেখিয়ে আসছে-এটা আসলে ব্যতিক্রম, কোনো মানদণ্ড না। ’
২৬ বছর বয়সী এই মিডফিল্ডার আরও বলেন, ‘এখনকার সময়ে আক্রমণভাগের একজন ফুটবলার ১৫ গোল করলেও, তাকে বলা হচ্ছে যথেষ্ট না। অথচ তাকে খেলার পরিপ্রেক্ষিত নিয়ে বিচার করা উচিৎ ছিল। তোমাকে পাভেল নেদভেদের মতো কাউকে স্মরণ করতে হবে, যেকিনা দলকে চ্যাম্পিয়নস লিগ না জিতিয়ে বা খুব বেশি গোল না করেই ব্যালন ডি’অর জিতেছিলেন। সে মাঠে নিজেকে খুব স্বাভাবিক ভাবে প্রদর্শন করেই পুরস্কৃত হয়েছেন। ’
চলতি মৌসুমে ম্যানইউর হয়ে আরও একটি ম্যাচ খেলবেন পগবা। রোববার কার্ডিফ সিটির বিপক্ষে লড়বে তার দল। যদিও এই মৌসুম শেষেই রেড ডেভিলস ছাড়ার জোর গুঞ্জন রয়েছে তার। যেখানে তাকে পেতে স্প্যানিশ দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ওৎ পেতে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ১১, ২০১৯
এমএমএস