পুরাতন ঠিকানা স্টামফোর্ড ব্রিজেই থাকছেন ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার। চেলসির সঙ্গে আরো দুই বছরের চুক্তি করেছেন তিনি।
এই মৌসুমের পরেই চেলসির সঙ্গে লুইসের চুক্তির মেয়াদ শেষ হয়ে যেতো। কিন্তু কোচ মাউরিসিও সারির মন যে এরই মধ্যে জয় করে নিয়েছেন তিনি!
প্রিমিয়ার লিগের পুরো মৌসুমে চেলসির রক্ষণভাগ সামলেছেন। বৃহস্পতিবার (০৯ মে) দিবাগত রাতে ইউরোপা লিগের সেমিফাইনালে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে নিশ্চিত এক গোল বাঁচিয়েছেন, টাইব্রেকারেও মূল্যবান গোল করে দলকে ফাইনালে তুলতে সাহায্য করেছেন এই সেলেকাও তারকা।
চেলসির সঙ্গে নতুন চুক্তির পর লুইস বলেন, ‘আমি এখানে অত্যন্ত সুখি এবং এই সুযোগ থাকার জন্য অনেক আনন্দিত। আমি ক্লাবটিকে ভালবাসি এবং একজন তরুণ খেলোয়াড়ের মতো আমারও উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। ’
২০১১ সালের জানুয়ারিতে বেনফিকা ছেড়ে চেলসিতে যোগ দেন লুইস। কিন্তু ২০১৪ সালে পিএসজিতে চলে যান। তবে ২০১৬ সালে ৩৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দ্বিতীয় দফায় স্টামফোর্ড ব্রিজে ফেরত আসেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘন্টা, মে ১১, ২০১৯
ইউবি/এমএমএস