আর্নেস্তো ভালভার্দে-ছবি:সংগৃহীত
বার্সেলোনার কোচের পদ থেকে আর্নেস্তো ভালভার্দেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এমন গুঞ্জন গতকাল দিনভর চাউর হলেও, স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী আগামী মৌসুমেও এই বসের ওপর ভরসা রাখছে কাতালান ক্লাবটি। বার্সার বোর্ড মেম্বাররা ভালভার্দেকে ফের পর্যালোচনা করে এই সিদ্ধান্ত দেয়।
দুই মৌসুমে কাতালানদের দুটি লা লিগা ও একটি কোপা দেল রে জিতিয়েয়েন ভালভার্দে। এই সফলতাগুলোই তাকে পরের মৌসুমে রাখতে সাহায্য করেছে।
এমনকি বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউয়ের সমর্থন রয়েছে ভালভার্দের ওপর।
যদিও এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ও কোপা দেল রে’তে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ফাইনালে হারার কারণেই বরখাস্ত হতে বসেছিলেন ভালভার্দে।
এর আগে সেভিয়ার বিপক্ষে বার্সার হারের পর বার্তেমেউ বলেছিলেন, ‘এই হারে কোচের কোনো দোষ নেই। সে আমাদের দলকে সাহায্য করছে। তার ওপর আমাদের বিশ্বাস আছে। ’
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, মে ২৯, ২০১৯
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।