শুক্রবার (১৪ জুন) দিনগত রাতে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শনিবার (১৫ জুন) কাটিয়া লস্করপাড়ায় নিজ বাড়ি ও সদর উপজেলার মাহমুদপুরে পৈতৃক বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাধীন বাংলা ফুটবল দলের এ কিংবদন্তীকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য হিসেবে হাজি খালেক ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। ফুটবল খেলোয়াড় হিসেবে স্বাধীনতাযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে ও স্বাধীন বাংলা ফুটবল দলকে বিশেষ সম্মাননা জানিয়েছিল বাফুফে।
পাঁচ ছেলে ও তিন মেয়ের জনক হাজি খালেক ছিলেন সাতক্ষীরা ফুটবল জগতের এক উজ্জ্বল নক্ষত্র। কিংবদন্তী খেলোয়াড় হিসেবে তিনি ছিলেন সবার প্রিয়। তার মৃত্যুতে সাতক্ষীরার ক্রীড়া জগতে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
জিপি