এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকেই আর্জেন্টিনার কোচিং স্টাফ হিসেবে কাজ করছেন স্কালোনি। যদিও তখন হেড কোচ হোর্হে সাম্পাওলির সহকারী ছিলেন তিনি।
তবে সাবেক দেপোর্তিভো লা করুনার ডিফেন্ডারের প্রতি সন্তুষ্ট এএফএ। তাইতো বিশ্বকাপ বাছাইয়ে তাকে রেখে দিয়েছে।
এএফএ’র এক বিবৃতিতে বলা হয়, এএফএ’র নির্বাহী কমিটি আগামী বছর থেকে শুরু হওয়া কাতার বিশ্বকাপের বাছাইপর্ব পর্যন্ত স্কালোনির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
৪১ বছর বয়সী স্কালোনি এর আগে স্প্যানিশ ক্লাব সেভিয়াকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। ২০১৬-১৭ মৌসুমে তিনি সেখানে সেই সাম্পাওলির-ই সহকারী হিসেবে ছিলেন।
আগামী সেপ্টেম্বরে চিলির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর পাঁচদিন পর স্যান অ্যান্টোনিওতে মেক্সিকোর বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচে অংশ নেবে নীল-সাদা জার্সিধারীরা। এছাড়া এ বছরের শেষে জার্মানির মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আগামী বছর মার্চে শুরু হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমএমএস