ইনজুরির কারণে অবশ্য পিএসজির বেশিরভাগ তারকা ফুটবলারই এদিন ছিলেন না। জুলিয়ান ড্র্যাক্সলার, এদিনসন কাভানি, কিলিয়ান এমবাপ্পে ও মাউরো ইকার্দি।
ফলে দলের দায়িত্ব প্রায় একা নেইমারের কাঁধে চলে আসে। তবে স্ত্রসবুর্গ ও লিঁও’র বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে জেতানো এই ব্রাজিলিয়ান আর এ ম্যাচে দলকে বাঁচাতে পারেননি। তাই হার নিয়েই মাঠ ছাড়তে হয় টমাস টুখেলের শিষ্যদের।
রেইমসের হয়ে হাসানে কামারা খেলার ২৯ মিনিটে প্রথম গোল করেন। আর অতিরিক্ত সময়ে (৯৪) বোউলায়ে ডিয়া গোল করে দলটির জয় নিশ্চিত করেন।
এই হারেও অবশ্য লিগে শীর্ষেই রয়েছে পিএসজি। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট দলটির। সমান ম্যাচে সমান পয়েন্ট পাওয়া অ্যাঞ্জার্স গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এমএমএস