ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রতিশোধ নিয়ে শীর্ষে ফিরল জুভেন্টাস 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
প্রতিশোধ নিয়ে শীর্ষে ফিরল জুভেন্টাস  স্পালের বিপক্ষে বল দখলের লড়াইয়ে রোনালদো: ছবি-সংগৃহীত

স্পালের সঙ্গে শেষ শেষ সাক্ষাতে ২-০ গোলে হেরে বসেছিল জুভেন্টাস। গত মৌসুমের সেই হারের প্রতিশোধ এবার ঘরের মাঠ তুরিনেই তুললো ইতালিয়ান চ্যাম্পিয়নরা। তুরিনের বুড়িরা ২-০ ব্যবধানে হারিয়েছে স্পালকে। 

ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা জুভেন্টাস আক্রমণ শাণালেও স্পালের রক্ষণভাগ ভাঙতে পারছিল না। ক্রিস্টিয়ানো-রোনালদো-পাওলো-দিবালা-অ্যারন রামসেকে বারবার হতাশ হতে হচ্ছিল প্রতিপক্ষের রক্ষণদূর্গে।

ম্যাচের ৯ মিনিটের মাথায় কুয়াদ্রাদো বল বাড়িয়েছিলেন সামি খেদিরাকে। কিন্তু জার্মান মিডফিল্ডার গোলের সুযোগটি মিস করেন। ৩৫ মিনিটে দিবালার শট চলে যায় স্পালের গোলপোস্টের বাইরে দিয়ে।  

অবশ্য বিরতিতে যাওয়ার আগেই জুভেন্টাসকে কাঙ্খিত গোল এনে দেন মিরালেম পিয়ানিচ। ব্লেইস মাতুইদির ক্রস পাঞ্চ করে ফিরিয়ে দিয়েছিলেন স্পালের গোলরক্ষক বেরিশা। কিন্তু সেই বল গিয়ে পড়ে খেদিরার সামনে। তিনি ঠেলে দেন পিয়ানিচের দিকে। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা মিডফিল্ডারের শট বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়েও রুখে দিতে পারেননি বেরিশা।

দ্বিতীয়ার্ধে আরো বেশি আক্রমণ শাণায় মাউরিসিও সারির শিষ্যরা। কিন্তু রোনালদো-দিবালা চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারছিলেন না আর। অবশ্য শেষ পযর্ন্ত পর্তুগিজ উইঙ্গারকে গোল বঞ্চিত রাখতে পারেনি স্পাল। ৭৮ মিনিটে দিবালার অ্যাসিস্ট থেকে ব্যবধানটা ২-০ করেন রোনালদো। শেষ পযর্ন্ত সেই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয় তুরিনের বুড়িরা।

এই জয়ে স্পালের বিপক্ষে প্রতিশোধের পাশাপাশি সিরি’আ লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে জুভেন্টাস। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে কোচ সারির দল। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট পাওয়া ইন্টার মিলান নেমে গেছে দ্বিতীয় স্থানে।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।