ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে একের পর এক আক্রমণ চালায় ম্যানসিটি। কিন্তু জমাট রক্ষণ দিয়ে সার্জিও আগুয়েরো-বার্নাদো সিলভা-রিয়াদ মাহারেজদের আটকে রাখে ডায়নামো।
দ্বিতীয়ার্ধেও একইভাবে এগোচ্ছিল ডায়নামো। তবে ৫৬ মিনিটে বার্নাদো সিলভাকে তুলে বদলি হিসেবে আক্রমণে রহীম স্টার্লিংকে পাঠান কোচ পেপ গার্দিওলা। সিটি কোচের কৌশল ঠিকই কাজে লেগে যায়। ৬৬ মিনিটে মাহারেজেরে পাস থেকে দুর্দান্ত গোল করে সিটি সমর্থকদের আনন্দে ভাসান স্টার্লিং।
এরপর ডায়নামোও সমতায় ফিরতে বার কয়েক পাল্টা আক্রমণ চালায়। নয়তো পুরো ম্যাচেই তারা রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। গার্দিওলাকে দ্বিতীয় গোল এনে দেন ফিল ফোডেন। তিনিও নামেন বদলি হিসেবে। ডেভিড সিলভার পরিবর্তে যোগ করা সময়ে মাঠে নেমে একদম শেষ মুহুর্তে সিটির ব্যবধানটা ২-০ করে দেন এই ১৯ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার।
‘সি’ গ্রুপের আরেক ম্যাচে ইতালিয়ান ক্লাব আটালান্টাকে তাদের ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে শাখতার দোনেৎস্ক।
এই জয়ে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে শাখতার। সমান ম্যাচে গোল ব্যবধানে এগিয়ে থাকা দুইয়ে ডায়নামো। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। চারে থাকা আটালান্টার পয়েন্ট শূন্য।
বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
ইউবি